পদ্মা সেতু চালুর পর সড়কপথে ঢাকার সঙ্গে বরিশাল, যশোর রুটের যাতায়াত সহজ হয়েছে। তবে এতে আকাশপথে অভ্যন্তরীণ এই দুই রুটে যাত্রীসংখ্যা ব্যাপকভাবে কমে গেছে।
যাত্রী কমে যাওয়ায় দুটি বেসরকারি এয়ারলাইনস সংস্থা ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট পুরোপুরি বন্ধ করে দিয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস লোকসান দিয়ে এই রুটে কোনোমতে ফ্লাইট চালু রেখেছে।
![]() |
এয়ারলাইনস সংস্থাগুলো। পাশাপাশি লোকসান কমাতে বেসরকারি দুটি এয়ারলাইনস কোম্পানি যশোর থেকে খুলনায় বাসসেবা বন্ধ করে দিয়েছে।💞
পদ্মা সেতু চালু হওয়ায় বাগেরহাটে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। সেখানে বিকল্প কী করা যায়, তা নিয়ে সরকার চিন্তাভাবনা করছে।
এর মধ্যে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চালু হয়েছে। ফলে এ রুটেও আকাশপথে যাত্রী কমার আশঙ্কা করছে এয়ারলাইনস সংস্থাগুলো।
অবশ্য আকাশপথে ঢাকা-সৈয়দপুর এবং ঢাকা-রাজশাহী রুটে যাত্রী চলাচল আগের মতোই আছে বলে জানা গেছে।

0 Comments